হাসপাতালে প্রেম
আজ একটা কাজে হাসপাতালে গেলাম।দেখলাম এক হলদে বানু আর এক সাদা সাহেব ঘুটুর ঘুটুর পুটুর পুটুর করছে। আর এমাথা থেকে ওমাথা যাচ্ছে বুঝলাম যে এরা প্রেমিক যুগল।😍❤💘💕
এলাকাতে বেচারারা একটু শান্তিতে প্রেম করতে পারেনা।😭
যেখানেই যায় পরিচিত লোকজনে ঠাশা।তার পরে আবার বখাটে পোলাপানের উৎপাত।😋
তাই এই অভিনব পন্থা।😀
আপনি যদি হাসপাতালে প্রেম করতে যান তবে হাসপাতালে আর যাই হোক আপনাদের বিরক্ত করতে কেউ আসবেনা ৯০% সিওর। কারন সবাই যার যার কাজে ব্যাস্ত।
এলাকাতে বেচারারা একটু শান্তিতে প্রেম করতে পারেনা।😭
যেখানেই যায় পরিচিত লোকজনে ঠাশা।তার পরে আবার বখাটে পোলাপানের উৎপাত।😋
তাই এই অভিনব পন্থা।😀
আপনি যদি হাসপাতালে প্রেম করতে যান তবে হাসপাতালে আর যাই হোক আপনাদের বিরক্ত করতে কেউ আসবেনা ৯০% সিওর। কারন সবাই যার যার কাজে ব্যাস্ত।
আমি একজনকে জানি যে কিনা তাঁর প্রেমিকার সাথে প্রথম দেখা করতে গিয়েছিলো কোন এক হাসপাতালে। তখন বলতাম শালা পাগল নাকি । প্রেম করতে যাবে সেটাও আবার হাসপাতালে !!! ধুর বেটা মাথামোটা।😠😤
তবে আজকের ঘটনাটা দেখে আবার তাঁর ওই কথাটা মনে পড়ে গেল। ভাবলাম আসলেই ব্যাটার মাথামোটা হলেও ভিতরে আনেক কিছু আছে।😱😀😔
আর এই হাসপাতালের বিষয়টা মাথায় রাখা দরকার, বলাতো যায়না কবে নিজেরই এই থিওরি এপ্লাই করতে হয় । এক্ষেত্রে চক্ষু হাসপাতাল মনে হয় বেশি নিরাপদ।😆😀👓
- হাসিব
No comments