নেতা
এলাকার ভাইব্রাদার বন্ধুবান্ধব সহ মোটামুটি সবাই এখন নেতা।
আমি যথেষ্ট কনফিউজ,
যেহেতু মোটামুটি সবাই নেতা তাহলে এরা নেতৃত্ব দিবে কাদের...?
এদের "সোদনে" এখন ফেসবুকে ঢোকা দায়, ওয়াল জুড়ে সুধু সোনার ছেলেদের প্রশংসা।
আমি যথেষ্ট কনফিউজ,
যেহেতু মোটামুটি সবাই নেতা তাহলে এরা নেতৃত্ব দিবে কাদের...?
এদের "সোদনে" এখন ফেসবুকে ঢোকা দায়, ওয়াল জুড়ে সুধু সোনার ছেলেদের প্রশংসা।
নেতাদের ছোট করছি না, কারন দেশ চালাতে হলে অবশ্যই নেতার প্রয়োজন আছে, আদর্শ মতে চলে এমন নেতা।
কথা হচ্ছে এদের মধ্যে ৮০% নেতাদের বৈশিষ্ট/ গুনাবলি লক্ষ করলে আপনিও আমার মত "সেদনা" হয়ে যাবেন।
কথা হচ্ছে এদের মধ্যে ৮০% নেতাদের বৈশিষ্ট/ গুনাবলি লক্ষ করলে আপনিও আমার মত "সেদনা" হয়ে যাবেন।
যারা সোনার ছেলে(নেতা) বানাচ্ছেন তাদের বলছি, আপনাদের এই আপকামিং সোনার ছেলেদের মধ্যে ৮০% এরই ম্যানুফ্যাক্সারিং ডিফেক্ট আছে।
আগে এদের নতুন করে ম্যানুফ্যাক্সারিং করে নিয়ে আসেন।
যে মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকে তা দিয়ে যে পন্য তৈরি হয়, মোটামুটি ভাবে তা ব্যাবহার অনুপযোগী হয়।
আগে এদের নতুন করে ম্যানুফ্যাক্সারিং করে নিয়ে আসেন।
যে মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকে তা দিয়ে যে পন্য তৈরি হয়, মোটামুটি ভাবে তা ব্যাবহার অনুপযোগী হয়।
হিমুর বাবার মহাপুরুষ বানানোর স্কুল ছিল, নিশ্চয় জানেন।
আপনারও আগে সোনার ছেলে বানানোর একটা স্কুল তৈরি করেন,
আর সোনার ছেলে হওয়ার প্রথম স্বর্ত হলো এই সেনার ছেলেকে ওই স্কুল পাশ করে আসতে হবে এমন একটা নিয়ম চালু করেন, ব্যাপার টা হলো ট্রেইনিং টাইপের।
আপনারও আগে সোনার ছেলে বানানোর একটা স্কুল তৈরি করেন,
আর সোনার ছেলে হওয়ার প্রথম স্বর্ত হলো এই সেনার ছেলেকে ওই স্কুল পাশ করে আসতে হবে এমন একটা নিয়ম চালু করেন, ব্যাপার টা হলো ট্রেইনিং টাইপের।
যারা সোনার ছেলেদের অফিশিয়ালি সোনার ছেলে বলে অনুমোদন প্রদান করেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেই কথা গুলো লিখলাম।
কারন দেশটা আপনাদের একার না, যতটুকু আপনার ঠিক ততটুকু আমারো।
- হাসিব
No comments