তৃতীয় পক্ষ

তৃতীয় পক্ষের মানুষ গুলো খুব ডেন্জারাস হয়।
এরা খুব সূক্ষ্ম ভাবে একটার পর একটা পদক্ষেপ গ্রহন করে।
র্যানসমওয়ার কে যেমন সফ্টওয়ারের ক্যান্সার বলা হয়,
এরাও ঠিক তেমনি সম্পর্কের ক্যান্সার।
দমন না করতে পারলে আস্তে আস্তে টার্গেটের সবটুকুতে আধিপত্য বিস্তার করে ফেলে, ঠিক ক্যান্সারের মতই।
শেষ সময়ে কিছুই করার থাকেনা, করার ইচ্ছা থাকলেও না।
এদের প্রধান অস্ত্র হল ইমোশন(আবেগ), এরা টার্গেট কে ইমোশনালি নিয়ন্ত্রণ করে।

No comments

Powered by Blogger.