ভালোথাকুক পৃথিবীর সব মারাত্মক রাগী প্রেমিকারা।
মেয়েটা খুব রাগী হুট হাট করেই রেগে যায়, কোন কিছুর পরিমান যতটা বেশি হলে সেটাকে আমি মারাত্বক বলে থাকি মেয়েটা ঠিক সেই পরিমান রাগী।😞
এমনিতে মেয়েটা সুন্দর, রাগলে নাকি সুন্দরী মেয়েদের আরো সুন্দর লাগে..!!!
রেগে আছে এমন অবস্থায় আমার তাকে দেখার সুযোগ হয়নি, যেদিন সে সুযোগ হবে সেদিনই আমার কাছে এ কথার সত্যতা প্রমান হবে অথবা ভুল প্রমানিত হবে।
রেগে আছে এমন অবস্থায় আমার তাকে দেখার সুযোগ হয়নি, যেদিন সে সুযোগ হবে সেদিনই আমার কাছে এ কথার সত্যতা প্রমান হবে অথবা ভুল প্রমানিত হবে।
মেয়েট আসলে হুটহাট করে রাগে না, রাগের পিছনে যথেষ্ট কারন থাকে।
আমি জানি এ রাগের অস্থায়িত্ব বেশিক্ষন থাকেবে না, কিছুক্ষন পরেই রাগ পানি হয়ে ভালবাসায় পরিনত হবে।💜
আমি জানি এ রাগের অস্থায়িত্ব বেশিক্ষন থাকেবে না, কিছুক্ষন পরেই রাগ পানি হয়ে ভালবাসায় পরিনত হবে।💜
তারপরেও ও যখন রাগ করে তথন কেমন জানি অজানা ভয়ে হৃদপিন্ডটা দুমড়ে মুচড়ে আসে।
এটায় হয়ত ভালবাসারর পরিমানটা বুঝতে সাহায্য করে।
তাই হয়তো সে বার বার এমনটা করে।😍
এটায় হয়ত ভালবাসারর পরিমানটা বুঝতে সাহায্য করে।
তাই হয়তো সে বার বার এমনটা করে।😍
ভালোথাকুক পৃথিবীর সব মারাত্মক রাগী প্রেমিকারা।😊
- হাসিব
No comments