৪৫ বছর ধরে

৪৫ বছর ধরে...

                              - হাসিবুল হাসান হাসিব


বেখালি স্টিশনে দেখা হবে। একসাথে স্বাধীন আকাশে তাঁরা গুনবো। স্টিশনে অপেক্ষা করছি। এটা এখন আমার জীবনের একটা অংশ।
স্টিশনের হলুদ ল্যামপোস্টটা নষ্ট হয়ে গেছে।তোমার অবস্থান বুঝতে আমার আলোর প্রয়োজন হয় না।
তুমি কাছে আসলেই হৃদপিন্ডটা কেমন জানি অস্থির হয়ে যায়, আর একটা সুঘ্রান ভেসে আসে দুর থেকে।
এই ঘ্রান টা আমার খুব পরিচিত। এই ঘ্রানটা শুধু তোমার গা থেকেই আসে। আর এটা, আমি ছাড়া অন্য কেউ বুঝতে পারে না।
অনেক্ষন ধরে দাঁড়িয়ে আছি, তুমি এলে একসাথে স্টিশনে পা ঝুলিয়ে বসবো। সারারাত গল্প করবো। রাঁতের আধারে একসাথে হাত ধরাধরি করে রেল লাইনে হাঁটবো।
তোমার প্রিয় টকটকে লাল গোলাপ নিয়ে এসেছি, একদম তাজা। সেই ডাইরিটাও নিয়ে এসেছি। যেটা তুমি আমায় দিয়ে বলেছিলে যে, এই ডাইরিটাতে লেখা প্রাক্টিস করবে। সেই ডাইরিটাও নিয়ে এসেছি। এটাতে শুধুই তোমার নাম লেখা।
৪৫ বছর ধরে বসে আছি।আজও তুমি এলে না।আমি ফিরে এসেছি। আর তুমি সেদিন রাঁতেই ....................!
এই দেশ স্বাধীন হওয়ার পিছনে তুমি কিছু কম করনি। রক্তচাপ ভরা শাড়ির জামিন দিয়ে বাংলাটাকে পতাকা দিয়েছো।
তুমি কি কোন দিন আসবে না? তবুও অপেক্ষা করবো শুদ্ধতম ভালোবাসার চিহ্ন রেখে যেতে।
আজও আমি স্টেশনের ব্যাঞ্চের ফাঁক দিয়ে চোখের জল ছিটাই। শুষ্ক পথের ধুলোয় তা শুষে নেয়। তবুও আমার দিন গড়িয়ে বেলা ফুরোয় না........!

No comments

Powered by Blogger.