আজও তুমি এলে না
বেখেয়ালি স্টিশনে অপেক্ষা করছি, আজ কোন আলো নেই।
স্টিশনের হলুদ ল্যামপোস্ট টা নষ্ট হয়ে গেছে।
তোমার অবস্থান বুঝতে আমার আলোর প্রয়োজন হয় না।
তুমি কাছে আসলেই হৃদপিন্ডটা কেমন জানি অস্থির হয়ে যায়, আর একটা সুঘ্রান ভেসে আসে দুর থেকে।
এই ঘ্রান টা আমার খুব পরিচিত এই ঘ্রানটা শুধু তোমার গা থেকেই আসে আর এটা আমি ছাড়া অন্য কেউ গ্রহন করতে পারে না।
অনেক্ষন ধরে দাঁড়িয়ে আছি তুমি এলে একসাথে স্টিশনে পা ঝুলিয়ে বসবো।
সারারাত গল্প করবো।
স্টিশনের হলুদ ল্যামপোস্ট টা নষ্ট হয়ে গেছে।
তোমার অবস্থান বুঝতে আমার আলোর প্রয়োজন হয় না।
তুমি কাছে আসলেই হৃদপিন্ডটা কেমন জানি অস্থির হয়ে যায়, আর একটা সুঘ্রান ভেসে আসে দুর থেকে।
এই ঘ্রান টা আমার খুব পরিচিত এই ঘ্রানটা শুধু তোমার গা থেকেই আসে আর এটা আমি ছাড়া অন্য কেউ গ্রহন করতে পারে না।
অনেক্ষন ধরে দাঁড়িয়ে আছি তুমি এলে একসাথে স্টিশনে পা ঝুলিয়ে বসবো।
সারারাত গল্প করবো।
কিন্তু আজও তুমি এলে না।
No comments