গুরুত্ব

গুরুত্ব দেওয়া ভালো, তবে অতিরিক্ত গুরুত্ব ভালো না।
এই জিনিসটা মানুষের ইগো বাড়াতে সাহায্য করে।
একটা সম্পর্ক নষ্ঠ হওয়ার জন্য শুধুমাত্র ইগো ই যথেষ্ট।
এদিকে একজন ইগোর ঠ্যালায় মাটিতে পা ফেলতে চাচ্ছে না।
অন্য দিকের মানুষটা হয়তো নিজ থেকে এগিয়ে এসে সব ঠিক করতে চাচ্ছে/চেষ্টা করছে।
কিন্তু কত দিন !!?
একদিন সংক্রামক ব্যাধির মত ইগো তাঁর ঘাড়েও চেপে বসবে।
ফলস্বরুপ ইগো ইজ উইন আর সম্পর্কের দি ইন্ড।

No comments

Powered by Blogger.