স্বর্গীয় ভালবাসা
স্বর্গীয় ভালবাসাটা আর স্বর্গীয় থাকে না যখন ভালবাসার মানুষটা চোখের সামনে অন্য কারো সম্পদে পরিনত হয়ে যায়।
ভালবাসার নারকীয় রুপটা তখন খুব ভাল করেই উপলব্ধি করা যায়।
ভালবাসার নারকীয় রুপটা তখন খুব ভাল করেই উপলব্ধি করা যায়।
যে হাত ধরে একদিন বেখেয়ালি স্টিশনের রেললাইনে হেটেছিলাম, সে হাতটা আজ অন্যজনকে জড়িয়ে ধরে স্বর্গীয় সুখ দিবে!!!!
ভাবলেই মরে যেতে ইচ্ছে করে, চোখের কোনদিয়ে দু ফোটা নোনা পানি বেয়ে পড়ে।
হয়তো তার চোখ বেয়েও পানি পড়ছে তবে নিশ্চয় সেটা কষ্টের না।
ভাবলেই মরে যেতে ইচ্ছে করে, চোখের কোনদিয়ে দু ফোটা নোনা পানি বেয়ে পড়ে।
হয়তো তার চোখ বেয়েও পানি পড়ছে তবে নিশ্চয় সেটা কষ্টের না।
এসব সহ্য করার চেয়ে ছুরি মেরে তার হৃদপিন্ড টা ফুটো করে দেয়া অনেক সহজ।
কি আজব যাকে নিজের চেয়ে বেশি ভালবাসি তাকেই নিজ হাতে খুন করতে হবে..!!!
তাজা হৃদয়টা কে মৃত মাংস পিন্ডে পরিনত করতে হবে।
নিজের হাতে..!!!
নিজের হাতে..!!!
- হাসিব
No comments