যাদের মুখে কড়া কথা মানায় না

কিছু মানুষ আছে যাদের মুখে কড়া কথা মানায় না কেমন যেন বেমানান লাগে।
কড়া কথাও যে, শুনতে এত ভাল লাগে এদের মুখ থেকে না শুনলে আপনি বুঝতেই পারবেন না।

আবার আর এক ধরনের মানুষ আছে যারা নিজের পিছু ছাড়ানোর জন্য এমন কিছু
পদক্ষেপ গ্রহন করে। এমন কিছু কথা বলে যার জন্য তার পিছু ছাড়া তো দুরের কথা বরং
তার প্রতি আকর্ষন আরো বাড়ে, শুধু বাড়ে না চরম পরিমানে বাড়ে।
এই দুইটার মধ্যে একটি বিষয় যদি কারো মধ্যে থাকে তবে তার মধ্যে অন্য বিষয় টাও
থাকবে, থাকতে হবে।
এরা যেন একটি অপরটির পরিপূরক।

বিশেষ একজন কে ভেবে লেখা। তাই অন্য কারো ক্ষেত্রে এরকম নাও হতে পারে।

হাসিব

No comments

Powered by Blogger.