পাসওয়ার্ড দিয়ে ড্রাইভ বা পেনড্রাইভ লক করুন কোন আলাদা সফটওয়ার ছাড়া
পাসওয়ার্ড দিয়ে ড্রাইভ বা পেনড্রাইভ লক করুন কোন আলাদা সফটওয়ার ছাড়া!
অনেকেরই পরিচিত লাগছে নামটি , হ্যা। ঠিক ধরেছেন , কন্ট্রোল প্যানেলেই তালার একটি ছবি দিয়ে এই অপশনটি আছে ।
প্রথমেই আপনার পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করান অথবা যে ড্রাইভ লক করবেন তাতে মাউজ দিয়ে রাইট ক্লিক করুন , Turn on BitLocker নামের একটি অপশন আসবে সেটি সিলেক্ট করুন, পাসওয়ার্ড দিন , নেক্সট দিয়ে ফিনিশ দিন । ব্যাস তারপরই আপনার ড্রাইভ বা কম্পিউটার ড্রাইভে ঢুকতে গেলেই পাসওয়ার্ড চাইবে ,
এই অপশনটি অফ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের BitLocker অপশনে যান ।
No comments