পাসওয়ার্ড দিয়ে ড্রাইভ বা পেনড্রাইভ লক করুন কোন আলাদা সফটওয়ার ছাড়া

পাসওয়ার্ড দিয়ে ড্রাইভ বা পেনড্রাইভ লক করুন কোন আলাদা সফটওয়ার ছাড়া!


ফাইল আদান প্রদানের জন্য পেনড্রাইভ একটি গুরুত্ব পূর্ন ডিভাইস । মাঝে মাঝে নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ড্রাউভ বা ডিভাইসে পাসওয়ার্ড প্রটেকশন ব্যাবহার করতে হয়। অনেকেই এর জন্য বিভিন্ন এপস ব্যাবহার করেন, কিন্তু মজার কথা হচ্ছে। উইন্ডোজ এর ই কিন্তু ড্রাইভ পাসওয়ার্ডের নিজস্ব প্রটেকশন সিস্টেম আছে যা অনেকের চোখে পড়লেও ব্যাবহার করা হয়নি হয়ত । সেই ফিচারটি হল  BitLocker
অনেকেরই পরিচিত লাগছে নামটি , হ্যা। ঠিক ধরেছেন , কন্ট্রোল প্যানেলেই তালার একটি ছবি দিয়ে এই অপশনটি আছে ।
প্রথমেই আপনার পেনড্রাইভটি কম্পিউটারে  প্রবেশ করান  অথবা যে ড্রাইভ লক করবেন তাতে  মাউজ দিয়ে রাইট ক্লিক করুন , Turn on BitLocker নামের একটি অপশন আসবে সেটি সিলেক্ট করুন, পাসওয়ার্ড দিন , নেক্সট দিয়ে ফিনিশ দিন । ব্যাস তারপরই আপনার ড্রাইভ বা কম্পিউটার ড্রাইভে ঢুকতে গেলেই পাসওয়ার্ড চাইবে
এই অপশনটি অফ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের BitLocker অপশনে যান ।

No comments

Powered by Blogger.